phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Wednesday, 18 December 2013

স্মৃতির পাতা - ভ্রান্ত পথিক

হয়তো আর কখনো দেখা হবে না
জানিনা কে কোথায় যাব
হয়তো কেউ কারো খোজও রাখবো না।

কেউ চলে যাব উচ্চ শিক্ষা নিয়ে দেশের বাইরে
কেউবা দেশেরই ভেতরে ভাল কোথাও
কেউবা আবার পড়ে রবো ডাস্টবিনের ময়লার মত।

আর কোনদিন জানি এভাবে দেখা হবে না
বসবো না পড়ন্ত বিকালে ভূষণের মাঠে আড্ডা দিতে
জমবে না কলেজ কিংবা ভার্সিটি ক্যাম্পাসের সেই আড্ডা।

হয়তো আর কখনো একসাথে বসা হবে না
জানি আর কোনদিন ফেলে আসা দিনগুলো ফিরে পাবো না
সেগুলো রয়ে যাবে হাজার ব্যস্ততার ভিড়ে
স্মৃতি নামক পাতার এক কোণে।

হয়তো কখনো গোধূলি সন্ধ্যায়,
কিংবা একাকী রাতের ভাবনায়
স্মৃতির পাতায় ভেসে উঠবে এই দিনগুলোর কথা,
মনে পড়বে এই আড়ম্বরপূর্ণ ঈদ পুনর্মিলনীর কথা
হয়তো মন ফিরে পেতে চাইবে এই দিনগুলি

জানি ফেলে আসা দিন কখনো ফিরে পাবো না
তবু মন তা চাইবে ফিরে পেতে
কিন্তু সে তো অনেক দূর!!!

Wednesday, 11 December 2013

তুমি দুঃখ নও



তুমি চলে যাও একথা শুনে নাও থাকব দাড়িয়ে তোমার অপেক্ষায়
সব ভেঙ্গেচুরে দাও হৃদয়টাও নিয়ে যাও থাকব দাড়িয়ে তোমার প্রতিক্ষায়

তুমি দুঃখ সুখের অদ্ভুত এক মিল
তুমি ভালবাসা আর বেদনার নীল

তুমি জানোনা তোমায় হয়নি বলা কতটা ভালবাসি
যদি দেখতে চাও একটিবার সরে যাও দেখবে তাও কাছে আছি

তুমি দুঃখ সুখের অদ্ভুত এক মিল
তুমি ভালবাসা আর বেদনার নীল

তুমি চলে যাও একবার বলে দাও দেখবে কত ভালবাসি
দূরে চলে যাও একবার সাথে নাও থাকব পাশাপাশি

তুমি দুঃখ নও.........তুমি আমার সুখটা হও

Thursday, 5 December 2013

তারা ছোট্ট তাঁরা


ছোট্ট একটা তাঁরার বিন্দু জ্বলছে আকাশে
বলছে তারা ছোট্ট যারা আলো দেই রাতে
আকাশটাকে কাছে রাখি যা ছুতে পারোনা
দূরে থেকেই ভালবাসি কাছে যাবোনা...