আমিতো পুড়তে চাই তোমার প্রেমের আগুনে
দাওনা কেন বল তুমি আমাকে জ্বলতে...
মরে যেতে চাই তোমার প্রেমেরই টানে
কেন যে দাওনা মরতে তাইবা কে জানে???
এমনিতেও জ্বলে পুড়ে আমি যে ছারখার
যে গেছে মরে তাকে মারার কি দরকার???
ডুবে যেতে চাই তোমার ভালোবাসার সাগরে
কেন তুমি আগলে রাখ আমাকে ধরে???
ইচ্ছে করে যাইনা উড়ে পাখির ডানায় ভর
তবু কেন ধরে রাখ আমায় খাচার ভিতর???
এমনিতেই ডুবে আছি ডুবতে হবে যা
হৃদয়টা আগেই উড়েছে কেন বোঝো না???
No comments:
Post a Comment