শূন্য এ জীবনের শেষে তুমি ছিলে বাঁচার গান
ইচ্ছে নদীর উল্টো স্রোতে তুমি ভালবাসার টা্ন
তুমি আমার নতুন ভোরের শিশির মাখা স্বপ্ন বা
ঘোর লাগা সেই চোখের মাঝে নতুন দিনের কল্পনা...
ইচ্ছে নদীর উল্টো স্রোতে তুমি ভালবাসার টা্ন
তুমি আমার নতুন ভোরের শিশির মাখা স্বপ্ন বা
ঘোর লাগা সেই চোখের মাঝে নতুন দিনের কল্পনা...
তুমি আমার ভরদুপুরের মাথার উপর একটু ঠাই
হাজার ভয়ের সামনে গিয়েও ভালবাসি বলতে চাই
যখন আমি থমকে দাঁড়াই তোমার জন্য সামনে যাই
হাতটা তুমি বাড়িয়ে রাখো আঁকড়ে আমি ধরবো তাই...
No comments:
Post a Comment