সব ভেঙ্গেচুরে দাও হৃদয়টাও নিয়ে যাও থাকব দাড়িয়ে তোমার প্রতিক্ষায়
তুমি দুঃখ সুখের অদ্ভুত এক মিল
তুমি ভালবাসা আর বেদনার নীল
তুমি জানোনা তোমায় হয়নি বলা কতটা ভালবাসি
যদি দেখতে চাও একটিবার সরে যাও দেখবে তাও কাছে আছি
তুমি দুঃখ সুখের অদ্ভুত এক মিল
তুমি ভালবাসা আর বেদনার নীল
তুমি চলে যাও একবার বলে দাও দেখবে কত ভালবাসি
দূরে চলে যাও একবার সাথে নাও থাকব পাশাপাশি
তুমি দুঃখ নও.........তুমি আমার সুখটা হও
No comments:
Post a Comment