কি
জন্যে যে প্রেমে পড়লাম
দিবা
রাত্ত্রির বেদনাতে
হচ্ছি
আমি নিল...
এই
ব্যাথাতো যায়না সওয়া
শুধু
শুধুই দুঃখ পাওয়া
মরছি
আমি দিনে রাতে
করে
তিলে তিল...
ইচ্ছাকৃত
ভুলের মাসুল
এভাবেই
হচ্ছে উশুল
এখন কি
যে করি তাই
বোঝা বড়
দায়...
সব
হারানোর পথের পথিক
দিক
ভোলা এক একলা নাবিক
তুমিই
বল এভাবে কি বেচে থাকা যায়???
তবুও তো
পা বাড়াবো
এগিয়ে
গিয়ে সব হারাবো
এই
হারাতেই কেন যেন
লাগে
খুব ভালো...
তার
প্রতিক্ষায় দিবা রাতি
অনন্তকাল
থাকতে পারি
তবুও সে
খামে ভরা দুঃখ পাঠাল...
No comments:
Post a Comment