ঘরখানি পড়ে থাকবে ফাকা,থাকবে না গল্পের বই রাখা
হাঁটবে না কেউ আর রাতে একা,হবে না আর কারও স্বপ্ন দেখা।
হবে না আর আকাশ দেখা একা একেলা,আর হবে না মাঝ রাতেতে আমার ছাদে যাওয়া...
বলবে না কেউ আর আছ কেমন,উঠবে না কারও চোখে প্লাবন
শুনবে না গান খারাপ করে মন,হারিয়ে ঠিকই যাবে সেই জন।
হবে না আর আকাশ দেখা একা একেলা,আর হবে না মাঝ রাতেতে আমার ছাদে যাওয়া...
বিছানা ঘরে ঠিকই আছে,কবিতার খাতাগুলো ছড়িয়ে পাশে
একা আনমনে আর কেউ না হাসে,গুনবে না তারা আর কেউ আকাশে।
হবে না আর আকাশ দেখা একা একেলা,আর হবে না মাঝ রাতেতে আমার ছাদে যাওয়া...
No comments:
Post a Comment