phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Saturday, 23 November 2013

ননসেন্স রাইম (nonsense rhyme)-৫:স্বপ্নকথা

তোমাদের ওই ঠাণ্ডা ঘরে
এক কোণাতে স্বপ্ন ঝরে
মনটা আমার গুমরে মরে
এক ছুটে যাই তেপান্তরে।

ওইখানে এক বাঁশের মাচা
তার উপরেই আমার বাসা
কোনদিন কোন স্রোতে ভাসা
রাত জোনাকির ফিরে আসা।

সুখ থাকে মোর পাশের বাড়ি
আর থাকেনা আহাজারি
রাত দুপুরে চাঁদের আড়ি
ইচ্ছে করেই গোত্তা মারি।

ভোরবেলাতে শীতল হাওয়া
শিশিরগুলো একলা পাওয়া
উল্টো স্রোতে নৌকো বাওয়া
ছেলেবেলায় ফিরে যাওয়া।

এইতো মোর স্বপ্ন ঝাঁপি
নেইকো কোন সস্তা ফাঁকি
মন থেকে সব সরিয়ে রাখি
ঠাণ্ডা ঘরে একলা কাঁপি।

No comments:

Post a Comment