phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Saturday, 23 November 2013

ননসেন্স রাইম (nonsense rhyme)-৪:এ কথার মানে কি?

মানে দিয়ে হবে কি তাই মানে বলিনি
মানে খুজে জীবনের সব শেষ /:) /:) /:)
তাই মানে না জেনে শাস্ত্র না বই মেনে
বলেছি তোমায় দেখতে বেশ। B-)) B-)) B-))

সবকিছুর মানে খোজ মানে দিয়ে কি বোঝ
মানে নেই তাই মুখ বন্ধ :| :| :-&
চোখের ভাষার মানে আমার ইয়ে সব জানে
বুঝি এবার হতে হয় অন্ধ। /:) :( :(

আলোর মানে বোঝ আঁধারে আমায় খোজ
বলি আমি আমারতো মানে নেই B-) B-) B-)
বলতে হবে এবার কি মানে এ কথার
বল কিভাবে জবাব দেই। :-& :-& /:)

কাছে গিয়ে ধরি হাত ভাবো তুমি সারারাত
এভাবে হাত ধরার মানে কি :P :P :P
যদি দূরে সরে থাকি হাতে হাত নাই রাখি
এর মানে কর ভালবাসিনি । /:) /:) :-&

গোলাপের কলি নিয়ে যদি থাকি দাড়িয়ে
মানে হয় প্রস্তর যুগের প্রেম ;) :D B-)
চায়নিজ বিল হাতে গোলাপটা থাকে সাথে
মানে ভাবো এভাবেই খেলি গেম। :-& B-) B-)

সামনে পা বাড়ালে জানতে চাও তার মানে
খোলে না যে বন্ধ হওয়া মুখ :| :| :-&
পেছনে ফেলব পা তার মানেও জানিনা
একা দাড়িয়ে রই হয়ে চুপ। :( |-) |-)

বলি আমি শিখিনি একথার মানে কি
সব কথা হতে থাকে অন্য /:) /:) #:-S
তোমার কাছে শিখে সব কথা রাখি লিখে
আমার মানেটাই যে শূন্য। :| /:) |-)

No comments:

Post a Comment