phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Monday, 3 September 2012

অনেকদিন কিছু লেখা হয় না …

ঝামেলায় তিল তিল কেটে যায় রাত দিন
তুমি থাক শান্তিতে বেশ
ইচ্ছে যে ছিল কত মনে হয় শত শত
এখন যে রয়ে গেসে রেষ।
কোন গান নয় এটা নয় কোন কবিতা
একে বলে ননসেন্স রাইম
রাতজাগা এক পাখি সারারাত জেগে থাকি
দেখব বলে আরেকটা সান শাইন।

Sunday, 29 January 2012

তবুও সে


ছলনা তার অন্য এক নাম
কি জন্যে যে প্রেমে পড়লাম
দিবা রাত্ত্রির বেদনাতে
হচ্ছি আমি নিল...
এই ব্যাথাতো যায়না সওয়া
শুধু শুধুই দুঃখ পাওয়া
মরছি আমি দিনে রাতে
করে তিলে তিল...

ইচ্ছাকৃত ভুলের মাসুল
এভাবেই হচ্ছে উশুল
এখন কি যে করি তাই
বোঝা বড় দায়...
সব হারানোর পথের পথিক
দিক ভোলা এক একলা নাবিক
তুমিই বল এভাবে কি বেচে থাকা যায়???

তবুও তো পা বাড়াবো
এগিয়ে গিয়ে সব হারাবো
এই হারাতেই কেন যেন
লাগে খুব ভালো...
তার প্রতিক্ষায় দিবা রাতি
অনন্তকাল থাকতে পারি
তবুও সে খামে ভরা দুঃখ পাঠাল...

আগেই উড়েছে


আমিতো পুড়তে চাই তোমার প্রেমের আগুনে
দাওনা কেন বল তুমি আমাকে জ্বলতে...
মরে যেতে চাই তোমার প্রেমেরই টানে
কেন যে দাওনা মরতে তাইবা কে জানে???
এমনিতেও জ্বলে পুড়ে আমি যে ছারখার
যে গেছে মরে তাকে মারার কি দরকার???

ডুবে যেতে চাই তোমার ভালোবাসার সাগরে
কেন তুমি আগলে রাখ আমাকে ধরে??? 
ইচ্ছে করে যাইনা উড়ে পাখির ডানায় ভর
তবু কেন ধরে রাখ আমায় খাচার ভিতর???
এমনিতেই ডুবে আছি ডুবতে হবে যা
হৃদয়টা আগেই উড়েছে কেন বোঝো না???

চলো ছুটে চলি


এক জীবনে শুধু ছুটে চলা
তার সাথে কিছু কথা বলা...
কি হবে ভেবে দেখেছ কি একবার
জীবন ফুরুলে গল্প শেষ হবে তার...
তাই চল একটু থেমে কথা বলি
না থাক... চলো ছুটে চলি......

রাগ কেন কর ভাব কিছু বুঝি না
এক জীবনে আবার সেই ছুটে চলা...
একটু থেমে দেখো রং পৃথিবীটার
কিম্বা তোমার জন্য সময় থমকে কার...
অবুঝ কিছুই বোঝো না আমি যে জ্বলি
না থাক... চলো ছুটে চলি......

এভাবেই ছুটতে ছুটতে হবে যে বিলীন
ভালোবাসতো তোমায় কেও জানবেনা কোনদিন...
থমকে গিয়ে দেখো তোমায় ডাকছে কে
একবার শুধু শোন তুমি কান পেতে...
ভালবাসি তোমায় শুধু এটুকুই বলি
না থাক... চলো ছুটে চলি......

??? কেন ???


তোমার সব আলোতে আমায় আলোয় নিয়ে যাও
নিজেই কেন তবে আধারে ঢেকে যাও?
তোমার সবকিছু দিয়ে তুমি আমাকে সাজাও
নিজেই কেন তবে নিঃস্ব রয়ে যাও?
নিজের সব সুর দিয়ে তুমি আমাকে বাজাও
নিজেই কেন তবে বেসুরো রয়ে যাও?
নিজের সব সুখ দিয়ে তুমি আমাকে হাসাও
নিজেই কেন তবে শত দুঃখ বয়ে যাও?
তাইতো আজ বলছি তোমায় তুমি কেঁদো না
কাঁদলে তোমায় লাগে যে বড় অচেনা......

অন্য ভ্যালেনটাইন

শুকনো মুখে থাকতে হবে বলে ভয়?
বৃষ্টিতে ভিজে চুপচুপে হবে বলে ভয়?
অবুঝ পাখি একদিন নিশ্চয়ই নীড়ে ফিরবে.....
শত তারার খোঁজ কেন নাও বারবার
গরম কাপড়ের উষ্ণতা কি খুব দরকার?
অবুঝ পাখি একদিন নিশ্চয়ই নীড়ে ফিরবে......
সারা জীবন আলো দেব তোমায় আকাশ চিরে
রাস্তা ভুল করে একদিন নিশ্চয়ই ফিরবে নীড়ে......

Tuesday, 3 January 2012

আর হবে না


ঘরখানি পড়ে থাকবে ফাকা,থাকবে না গল্পের বই রাখা
হাঁটবে না কেউ আর রাতে একা,হবে না আর কারও স্বপ্ন দেখা।

হবে না আর আকাশ দেখা একা একেলা,আর হবে না মাঝ রাতেতে আমার ছাদে যাওয়া...

বলবে না কেউ আর আছ কেমন,উঠবে না কারও চোখে প্লাবন
 শুনবে না গান খারাপ করে মন,হারিয়ে ঠিকই যাবে সেই জন।

হবে না আর আকাশ দেখা একা একেলা,আর হবে না মাঝ রাতেতে আমার ছাদে যাওয়া...

বিছানা ঘরে ঠিকই আছে,কবিতার খাতাগুলো ছড়িয়ে পাশে
একা আনমনে আর কেউ না হাসে,গুনবে না তারা আর কেউ আকাশে।

হবে না আর আকাশ দেখা একা একেলা,আর হবে না মাঝ রাতেতে আমার ছাদে যাওয়া...