তার সাথে কিছু কথা বলা...
কি হবে ভেবে দেখেছ কি একবার
জীবন ফুরুলে গল্প শেষ হবে তার...
তাই চল একটু থেমে কথা বলি
না থাক... চলো ছুটে চলি......
রাগ কেন কর ভাব কিছু বুঝি না
এক জীবনে আবার সেই ছুটে চলা...
একটু থেমে দেখো রং পৃথিবীটার
কিম্বা তোমার জন্য সময় থমকে কার...
অবুঝ কিছুই বোঝো না
আমি যে জ্বলি
না থাক... চলো ছুটে
চলি......
এভাবেই ছুটতে ছুটতে
হবে যে বিলীন
ভালোবাসতো তোমায় কেও
জানবেনা কোনদিন...
থমকে গিয়ে দেখো তোমায়
ডাকছে কে
একবার শুধু শোন তুমি
কান পেতে...
ভালবাসি তোমায় শুধু
এটুকুই বলি
না থাক... চলো ছুটে
চলি......