phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Sunday, 29 January 2012

??? কেন ???


তোমার সব আলোতে আমায় আলোয় নিয়ে যাও
নিজেই কেন তবে আধারে ঢেকে যাও?
তোমার সবকিছু দিয়ে তুমি আমাকে সাজাও
নিজেই কেন তবে নিঃস্ব রয়ে যাও?
নিজের সব সুর দিয়ে তুমি আমাকে বাজাও
নিজেই কেন তবে বেসুরো রয়ে যাও?
নিজের সব সুখ দিয়ে তুমি আমাকে হাসাও
নিজেই কেন তবে শত দুঃখ বয়ে যাও?
তাইতো আজ বলছি তোমায় তুমি কেঁদো না
কাঁদলে তোমায় লাগে যে বড় অচেনা......

No comments:

Post a Comment