Friday, 5 December 2014
Wednesday, 19 November 2014
ননসেন্স রাইম - ছিনতাই
হাতে নিয়ে খাস্তা চলেছি যে রাস্তা
পাশের দোকানে দেখি বেচতেছে পাস্তা
ঘুরে দেখি চারপাশ আছে নাকি কোন বাঁশ
বাঁশ যদি যাই খেয়ে তাহলে তো সর্বনাশ।
আকাশেতে চাঁদ ভাসে মনে মনে গান আসে
গানের কলি শেষ না হতেই দুইজন লোক পাশে
চিপার ভিতরে সর যা আছে বাইর কর
আমরা আমরাই তো নেই এখানে কেউ পর।
প্রথমে মনে করেছি ফান তারপর চুলকিয়ে কান
আমি বলি ভাইজান একটু জ্যোৎস্না আছে সবটুকু নিয়ে যান
অবাক বিস্ময়ে তাদের হয়ে যায় চোখ গোল
বলে ওস্তাদ ধরছি কারে এইডা তো এক পাগল।
পাশের দোকানে দেখি বেচতেছে পাস্তা
ঘুরে দেখি চারপাশ আছে নাকি কোন বাঁশ
বাঁশ যদি যাই খেয়ে তাহলে তো সর্বনাশ।
আকাশেতে চাঁদ ভাসে মনে মনে গান আসে
গানের কলি শেষ না হতেই দুইজন লোক পাশে
চিপার ভিতরে সর যা আছে বাইর কর
আমরা আমরাই তো নেই এখানে কেউ পর।
প্রথমে মনে করেছি ফান তারপর চুলকিয়ে কান
আমি বলি ভাইজান একটু জ্যোৎস্না আছে সবটুকু নিয়ে যান
অবাক বিস্ময়ে তাদের হয়ে যায় চোখ গোল
বলে ওস্তাদ ধরছি কারে এইডা তো এক পাগল।
Subscribe to:
Posts (Atom)