phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Sunday, 24 November 2013

অভিমান



অন্য কোন গ্রহে তোমার শিশিরমাখা মোহে
আমার স্বপ্ন গেছে রয়ে তোমার ইচ্ছে খাতায় আঁকা...
সব তোমার হাতে দিয়ে আমি সবকিছু বিলিয়ে
এই শূন্য হৃদয় নিয়ে তাই আমার একলা থাকা।

চাইনি কিছুর পানে ছুটে গেছি তোমার পানে
তুমি নিরব অভিমানে খোলনি যে দোর...
আমি ছিন্ন আঘাতে অনুরোধ সারা রাতে
তবু হয়নি তোমার সাথে দেখা শুভ্র স্নিগ্ধ ভোর।

No comments:

Post a Comment