phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Saturday, 23 November 2013

ননসেন্স রাইম (nonsense rhyme)-৬:শিরোনামহীন

হাত নেই আর এখন হাতে পিছুটান এই মাঝবেলাতে
যাচ্ছি হেরে জীবনটাতে মুখটি করে চুপ
আজ স্বপ্নগুলো চিলেকোঠায় আমার ভাতের সস্তা থালায়
এক গেলাসের পানি গেলায় অন্যরকম সুখ।
শত আশা স্বপ্ন ঘিরে দাড়িয়ে কোন জীবন তীরে
বেরিয়ে আসে বুকটা চিরে অবাক দীর্ঘশ্বাস
জীবনযুদ্ধের ক্ষত বয়ে ইচ্ছেগুলো গেছে রয়ে
মনটা নিতে চায় ফিরিয়ে হারানো নিঃশ্বাস।

No comments:

Post a Comment