সরল ভাষায় সহজ কথা পানির মত থুই
সেই পানিরে বরফ কইরা কস্কি মমিন তুই
হইতে চাইছিলাম বন্ধু তোমার এইডাই ছিল ভুল
বহুত ইছমারট এই আমারে ভাবলা তুমি লুল
মেসেজ দিলাম ওগো দেবী এইডা করলা কি
তুমার মত এত সুন্দুরি গারলফেরেন্ড তো চাইনি
ব্লক মাইরা শান্ত হইলা হৃদয় চেরা দাগ
আমার জাদু শেষ হইল লাগ ভেল্কি লাগ
চোখটা তখন ভিজে আসে গলায় কিসের দলা
অভিশাপ দেই মাইয়া তুমি চিনলা নাতো পোলা
তখন বুঝলাম সরল নারে হইতে হইবো কঠিন
আমিষ কইলে কাজ হইবো না কইতে হইবো প্রোটিন
পরদিন এক পরী দেইখা কইলাম হেই হোয়াজ্জাপ
রিপ্লাই আইলো বস খেইলা লাভ নাই জিতা নিছি কাপ
আমি জিগাই এ কি কথা আর এর মানেটাই বা কি
কইলো ও লুল যার অ্যাকাউন্ট আমি তার bf কইতাসি
আমি কইলাম হাউ য়ারু এইসব কথা থাক
আবার রিপ্লাই চালায়া যাও বস থাকলো বেস্ট অপ লাক
আবার আমার মনের ঘরে আসতে থাকে আন্ধার
আমি আবার প্রস্তুতি নেই দিলটা খুইলা কান্দার
তখন দেখি এক মাইয়ারে আন্ধার ঘরের আলু
আমি কইলাম তুমিই দেহি সব্বার চাইতে ভালু
কাহিনিতো শেষ হয়নাই মেঘ না চাইতেই জল
রিংটোন বাজে মোবাইলের ওই মাইয়াডার কল
কইলো জানু ক্যামুন আছো এইডাই প্রথম কথা
জানু ডাকে ক্যাম্নে জানি চক্কর দিলো মাথা
মিনিট শেষে কয় জানু লাগবে আমার ফ্লেকছি
টেনশন লইওনা তুমি এসব আমি দেখছি 


ভালোই তো চলতাছিলো হঠাৎ একদিন বাঁশ
আরেকবার কল দিলেই ফালায়া দিমু লাশ
আমি জিগাই কে ভাই আপ্নে পরিচয়টা দেন
কয় হারামজাদা আমার বৌয়ের লগে করস প্রেম
পৃথিবী আবার ভেঙ্গে আসে ঝাপসা হয় চোখ
সাড়ে তিন মাস সময় লাগে কাটাতে সেই শোক
আমার এখন তাই মাইয়াগো লগে কথা কওয়া মানা
অনলাইন হইলে জিগায় সবাই আর ইউ পম গানা???
No comments:
Post a Comment