phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Wednesday, 19 November 2014

ননসেন্স রাইম - ছিনতাই

হাতে নিয়ে খাস্তা চলেছি যে রাস্তা
পাশের দোকানে দেখি বেচতেছে পাস্তা
ঘুরে দেখি চারপাশ আছে নাকি কোন বাঁশ
বাঁশ যদি যাই খেয়ে তাহলে তো সর্বনাশ।

আকাশেতে চাঁদ ভাসে মনে মনে গান আসে
গানের কলি শেষ না হতেই দুইজন লোক পাশে
চিপার ভিতরে সর যা আছে বাইর কর
আমরা আমরাই তো নেই এখানে কেউ পর।

প্রথমে মনে করেছি ফান তারপর চুলকিয়ে কান
আমি বলি ভাইজান একটু জ্যোৎস্না আছে সবটুকু নিয়ে যান
অবাক বিস্ময়ে তাদের হয়ে যায় চোখ গোল
বলে ওস্তাদ ধরছি কারে এইডা তো এক পাগল।

Wednesday, 18 December 2013

স্মৃতির পাতা - ভ্রান্ত পথিক

হয়তো আর কখনো দেখা হবে না
জানিনা কে কোথায় যাব
হয়তো কেউ কারো খোজও রাখবো না।

কেউ চলে যাব উচ্চ শিক্ষা নিয়ে দেশের বাইরে
কেউবা দেশেরই ভেতরে ভাল কোথাও
কেউবা আবার পড়ে রবো ডাস্টবিনের ময়লার মত।

আর কোনদিন জানি এভাবে দেখা হবে না
বসবো না পড়ন্ত বিকালে ভূষণের মাঠে আড্ডা দিতে
জমবে না কলেজ কিংবা ভার্সিটি ক্যাম্পাসের সেই আড্ডা।

হয়তো আর কখনো একসাথে বসা হবে না
জানি আর কোনদিন ফেলে আসা দিনগুলো ফিরে পাবো না
সেগুলো রয়ে যাবে হাজার ব্যস্ততার ভিড়ে
স্মৃতি নামক পাতার এক কোণে।

হয়তো কখনো গোধূলি সন্ধ্যায়,
কিংবা একাকী রাতের ভাবনায়
স্মৃতির পাতায় ভেসে উঠবে এই দিনগুলোর কথা,
মনে পড়বে এই আড়ম্বরপূর্ণ ঈদ পুনর্মিলনীর কথা
হয়তো মন ফিরে পেতে চাইবে এই দিনগুলি

জানি ফেলে আসা দিন কখনো ফিরে পাবো না
তবু মন তা চাইবে ফিরে পেতে
কিন্তু সে তো অনেক দূর!!!

Wednesday, 11 December 2013

তুমি দুঃখ নও



তুমি চলে যাও একথা শুনে নাও থাকব দাড়িয়ে তোমার অপেক্ষায়
সব ভেঙ্গেচুরে দাও হৃদয়টাও নিয়ে যাও থাকব দাড়িয়ে তোমার প্রতিক্ষায়

তুমি দুঃখ সুখের অদ্ভুত এক মিল
তুমি ভালবাসা আর বেদনার নীল

তুমি জানোনা তোমায় হয়নি বলা কতটা ভালবাসি
যদি দেখতে চাও একটিবার সরে যাও দেখবে তাও কাছে আছি

তুমি দুঃখ সুখের অদ্ভুত এক মিল
তুমি ভালবাসা আর বেদনার নীল

তুমি চলে যাও একবার বলে দাও দেখবে কত ভালবাসি
দূরে চলে যাও একবার সাথে নাও থাকব পাশাপাশি

তুমি দুঃখ নও.........তুমি আমার সুখটা হও

Thursday, 5 December 2013

তারা ছোট্ট তাঁরা


ছোট্ট একটা তাঁরার বিন্দু জ্বলছে আকাশে
বলছে তারা ছোট্ট যারা আলো দেই রাতে
আকাশটাকে কাছে রাখি যা ছুতে পারোনা
দূরে থেকেই ভালবাসি কাছে যাবোনা...

Thursday, 28 November 2013

শূন্য আমি

শূন্য এ জীবনের শেষে তুমি ছিলে বাঁচার গান
ইচ্ছে নদীর উল্টো স্রোতে তুমি ভালবাসার টা্ন
তুমি আমার নতুন ভোরের শিশির মাখা স্বপ্ন বা
ঘোর লাগা সেই চোখের মাঝে নতুন দিনের কল্পনা...

তুমি আমার ভরদুপুরের মাথার উপর একটু ঠাই
হাজার ভয়ের সামনে গিয়েও ভালবাসি বলতে চাই
যখন আমি থমকে দাঁড়াই তোমার জন্য সামনে যাই
হাতটা তুমি বাড়িয়ে রাখো আঁকড়ে আমি ধরবো তাই...


Sunday, 24 November 2013

অভিমান



অন্য কোন গ্রহে তোমার শিশিরমাখা মোহে
আমার স্বপ্ন গেছে রয়ে তোমার ইচ্ছে খাতায় আঁকা...
সব তোমার হাতে দিয়ে আমি সবকিছু বিলিয়ে
এই শূন্য হৃদয় নিয়ে তাই আমার একলা থাকা।

চাইনি কিছুর পানে ছুটে গেছি তোমার পানে
তুমি নিরব অভিমানে খোলনি যে দোর...
আমি ছিন্ন আঘাতে অনুরোধ সারা রাতে
তবু হয়নি তোমার সাথে দেখা শুভ্র স্নিগ্ধ ভোর।

Saturday, 23 November 2013

ননসেন্স রাইম (nonsense rhyme)-৬:শিরোনামহীন

হাত নেই আর এখন হাতে পিছুটান এই মাঝবেলাতে
যাচ্ছি হেরে জীবনটাতে মুখটি করে চুপ
আজ স্বপ্নগুলো চিলেকোঠায় আমার ভাতের সস্তা থালায়
এক গেলাসের পানি গেলায় অন্যরকম সুখ।
শত আশা স্বপ্ন ঘিরে দাড়িয়ে কোন জীবন তীরে
বেরিয়ে আসে বুকটা চিরে অবাক দীর্ঘশ্বাস
জীবনযুদ্ধের ক্ষত বয়ে ইচ্ছেগুলো গেছে রয়ে
মনটা নিতে চায় ফিরিয়ে হারানো নিঃশ্বাস।

ননসেন্স রাইম (nonsense rhyme)-৫:স্বপ্নকথা

তোমাদের ওই ঠাণ্ডা ঘরে
এক কোণাতে স্বপ্ন ঝরে
মনটা আমার গুমরে মরে
এক ছুটে যাই তেপান্তরে।

ওইখানে এক বাঁশের মাচা
তার উপরেই আমার বাসা
কোনদিন কোন স্রোতে ভাসা
রাত জোনাকির ফিরে আসা।

সুখ থাকে মোর পাশের বাড়ি
আর থাকেনা আহাজারি
রাত দুপুরে চাঁদের আড়ি
ইচ্ছে করেই গোত্তা মারি।

ভোরবেলাতে শীতল হাওয়া
শিশিরগুলো একলা পাওয়া
উল্টো স্রোতে নৌকো বাওয়া
ছেলেবেলায় ফিরে যাওয়া।

এইতো মোর স্বপ্ন ঝাঁপি
নেইকো কোন সস্তা ফাঁকি
মন থেকে সব সরিয়ে রাখি
ঠাণ্ডা ঘরে একলা কাঁপি।

ননসেন্স রাইম (nonsense rhyme)-৪:এ কথার মানে কি?

মানে দিয়ে হবে কি তাই মানে বলিনি
মানে খুজে জীবনের সব শেষ /:) /:) /:)
তাই মানে না জেনে শাস্ত্র না বই মেনে
বলেছি তোমায় দেখতে বেশ। B-)) B-)) B-))

সবকিছুর মানে খোজ মানে দিয়ে কি বোঝ
মানে নেই তাই মুখ বন্ধ :| :| :-&
চোখের ভাষার মানে আমার ইয়ে সব জানে
বুঝি এবার হতে হয় অন্ধ। /:) :( :(

আলোর মানে বোঝ আঁধারে আমায় খোজ
বলি আমি আমারতো মানে নেই B-) B-) B-)
বলতে হবে এবার কি মানে এ কথার
বল কিভাবে জবাব দেই। :-& :-& /:)

কাছে গিয়ে ধরি হাত ভাবো তুমি সারারাত
এভাবে হাত ধরার মানে কি :P :P :P
যদি দূরে সরে থাকি হাতে হাত নাই রাখি
এর মানে কর ভালবাসিনি । /:) /:) :-&

গোলাপের কলি নিয়ে যদি থাকি দাড়িয়ে
মানে হয় প্রস্তর যুগের প্রেম ;) :D B-)
চায়নিজ বিল হাতে গোলাপটা থাকে সাথে
মানে ভাবো এভাবেই খেলি গেম। :-& B-) B-)

সামনে পা বাড়ালে জানতে চাও তার মানে
খোলে না যে বন্ধ হওয়া মুখ :| :| :-&
পেছনে ফেলব পা তার মানেও জানিনা
একা দাড়িয়ে রই হয়ে চুপ। :( |-) |-)

বলি আমি শিখিনি একথার মানে কি
সব কথা হতে থাকে অন্য /:) /:) #:-S
তোমার কাছে শিখে সব কথা রাখি লিখে
আমার মানেটাই যে শূন্য। :| /:) |-)