phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Sunday, 18 December 2011

প্রথম দিন......মনে যা আসলো তাই লিখে দিলাম


প্রথম ভালবাসার কত আয়োজন(!!!)জেগে জেগে কতো স্বপ্ন,তার হাজার রঙ,না জানা কত অনুভূতি,ভালবাসায় তাকে ছাড়িয়ে যাবার স্বপ্ন,সুখের হাসি মুখে নিয়ে অন্য তাজ গড়া,নতুন পৃথিবীতে নতুন করে ভালবাসার কত পথ,মনে হয় কত কথা হয়নি বলা তবু যেন জানি সব,অসম্ভব আনন্দের এই ভালবাসাশেষ যেন আকাশের সীমানায়,জানি না কেন এই হৃদয়ের মিল???সেরা সময়টাতে একসাথে জীবনের গান গাওয়া আর প্রিয়জনকে সান্নিধ্যে থাকার তীব্র ব্যাকুলতা,বাচ্চাদের মত কিছু শপথ আর পাগলামি,প্রজাপতির পাখায় করে নিজের মাঝেই নিজে হারানো.........আরো কত কি...

1 comment: