phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Thursday, 22 December 2011

অপেক্ষায় আছি

থাকব দাঁড়িয়ে তোমার প্রতিক্ষায়,যদি একবার তোমার দেখা পাই
তাকিয়ে দেখ আমার হৃদয়টায়,শুধু যে তুমি
পুড়িও না আর আমাকে,দগ্ধ হৃদয় কি পোড়াবে
পুড়ছি আমি দিনে রাতে,তাতো দেখনি।
ঘুম আসেনা দুচোখ জুড়ে,একলা রাতের তারা গুনে
তোমায় দেখার পর থেকে,আজ এত পাগলামি
নাইবা বুঝলে মনের কথা,রাখলে সেই নীরবতা
তাও যদি হয় সবই বৃথা,কি করবো আমি?
জানিনা তো আমি কিছু আর,জানি শুধু তোমায় দরকার
ভুল যতই হোক একলা আমার,তাও আসোনি
তবুও আজ পথ চেয়ে,অশ্রু নামে দুচোখ বেয়ে
বলছি তোমায় মিস্টি মেয়ে,অপেক্ষায় আছি।

No comments:

Post a Comment