phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Saturday, 23 November 2013

ননসেন্স রাইম (nonsense rhyme) : ভৌতিক কাব্য নাকি কাব্যিক ভূত???

গ্যালন গ্যালন রক্ত গিলে, :-P চমকে দিয়েছে সবার পিলে B:-)
সবার মাঝে শুধু তুমিই স্বীকার কর নি X( X(
বলেছ তুমি পাওনি যে ভয়, B:-) এভাবে কি ভয় পাওয়া হয় :-&
সবকিছুকেই করেছ জয় ভূতটা ধর নি X( X(

গল্প বলেছ রাতের বেলা, :|| করিনি তো তা হেলাফেলা :-/ :(
এসব নাকি তুচ্ছ খেলা হাতেরই তুড়ি X(( X((
কি করেছ কখন কবে,:):)আজকে তার পরীক্ষা হবে:P:P:P
মিনিটখানেক আধারে রবে;)......কি শেষ জারিজুরি??? /:) B-)

আরো একটা ননসেন্স রাইম (another nonsense rhyme) এইটা ইনসোমনিয়াকদের জন্য

বিষবাষ্প যখন ঢোকে নিঃশব্দে পৃথিবীর বুকে :D :D :D
মলিন মুখে তার বিদীর্ণ হাহাকার :( ,থাকবে কোথায় সে সুখে X(
জীর্ণ পৃথিবীর আনাচ কানাচ থেকে জ্বলে ওঠা সাগরের জল :-& :||
ধৃত অপরাধী নিঃসঙ্কোচ নির্ভয়ে প্রয়োগ করে তার ছল ;) ;) :-0
দুর্জেয় নমনীয়তায় ভরা এ দুঃসাহসের নগরী ছলনায় X( X( X(
আকাশের বুক চীরে যবে ওঠে পাষাণে ঢেউ যাতনায় :|| :|| B:-/
নিঃস্ব এ পৃথিবীতে থাকবোনা আর দুঃখ বয়ে X(( X(( X((
মেঘের ভেলায় চলে যাব অন্য কোন গ্রহে ;) ;) B-)

একটা ননসেন্স রাইম (a nonsense rhyme) এইটা কিন্তু রবীন্দ্রনাথের কাব্য না

ঝামেলায় তিল তিল কেটে যায় রাত দিন
তুমি থাক শান্তিতে বেশ /:) /:) /:)

ইচ্ছে যে ছিল কত মনে হয় শত শত

এখন যে রয়ে গেসে রেষ। :-B :-B :-B

কোন গান নয় এটা নয় কোন কবিতা

একে বলে ননসেন্স রাইম ;) ;) ;)

রাতজাগা এক পাখি সারারাত জেগে থাকি

দেখব বলে আরেকটা সান শাইন। :P :P :P