গ্যালন গ্যালন রক্ত গিলে,
চমকে দিয়েছে সবার পিলে
সবার মাঝে শুধু তুমিই স্বীকার কর নি

বলেছ তুমি পাওনি যে ভয়,
এভাবে কি ভয় পাওয়া হয়
সবকিছুকেই করেছ জয় ভূতটা ধর নি
গল্প বলেছ রাতের বেলা,
এসব নাকি তুচ্ছ খেলা হাতেরই তুড়ি
কি করেছ কখন কবে,
আজকে তার পরীক্ষা হবে


মিনিটখানেক আধারে রবে
......কি শেষ জারিজুরি???
No comments:
Post a Comment