ঝামেলায় তিল তিল কেটে যায় রাত দিন
তুমি থাক শান্তিতে বেশ
ইচ্ছে যে ছিল কত মনে হয় শত শত
এখন যে রয়ে গেসে রেষ।
কোন গান নয় এটা নয় কোন কবিতা
একে বলে ননসেন্স রাইম
রাতজাগা এক পাখি সারারাত জেগে থাকি
দেখব বলে আরেকটা সান শাইন।
তুমি থাক শান্তিতে বেশ
ইচ্ছে যে ছিল কত মনে হয় শত শত
এখন যে রয়ে গেসে রেষ।
কোন গান নয় এটা নয় কোন কবিতা
একে বলে ননসেন্স রাইম
রাতজাগা এক পাখি সারারাত জেগে থাকি
দেখব বলে আরেকটা সান শাইন।
No comments:
Post a Comment