phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Saturday, 23 November 2013

আরো একটা ননসেন্স রাইম (another nonsense rhyme) এইটা ইনসোমনিয়াকদের জন্য

বিষবাষ্প যখন ঢোকে নিঃশব্দে পৃথিবীর বুকে :D :D :D
মলিন মুখে তার বিদীর্ণ হাহাকার :( ,থাকবে কোথায় সে সুখে X(
জীর্ণ পৃথিবীর আনাচ কানাচ থেকে জ্বলে ওঠা সাগরের জল :-& :||
ধৃত অপরাধী নিঃসঙ্কোচ নির্ভয়ে প্রয়োগ করে তার ছল ;) ;) :-0
দুর্জেয় নমনীয়তায় ভরা এ দুঃসাহসের নগরী ছলনায় X( X( X(
আকাশের বুক চীরে যবে ওঠে পাষাণে ঢেউ যাতনায় :|| :|| B:-/
নিঃস্ব এ পৃথিবীতে থাকবোনা আর দুঃখ বয়ে X(( X(( X((
মেঘের ভেলায় চলে যাব অন্য কোন গ্রহে ;) ;) B-)

No comments:

Post a Comment