phone: +420 776 223 443
e-mail: support@londoncreative.co.uk

Thursday, 28 November 2013

শূন্য আমি

শূন্য এ জীবনের শেষে তুমি ছিলে বাঁচার গান
ইচ্ছে নদীর উল্টো স্রোতে তুমি ভালবাসার টা্ন
তুমি আমার নতুন ভোরের শিশির মাখা স্বপ্ন বা
ঘোর লাগা সেই চোখের মাঝে নতুন দিনের কল্পনা...

তুমি আমার ভরদুপুরের মাথার উপর একটু ঠাই
হাজার ভয়ের সামনে গিয়েও ভালবাসি বলতে চাই
যখন আমি থমকে দাঁড়াই তোমার জন্য সামনে যাই
হাতটা তুমি বাড়িয়ে রাখো আঁকড়ে আমি ধরবো তাই...


Sunday, 24 November 2013

অভিমান



অন্য কোন গ্রহে তোমার শিশিরমাখা মোহে
আমার স্বপ্ন গেছে রয়ে তোমার ইচ্ছে খাতায় আঁকা...
সব তোমার হাতে দিয়ে আমি সবকিছু বিলিয়ে
এই শূন্য হৃদয় নিয়ে তাই আমার একলা থাকা।

চাইনি কিছুর পানে ছুটে গেছি তোমার পানে
তুমি নিরব অভিমানে খোলনি যে দোর...
আমি ছিন্ন আঘাতে অনুরোধ সারা রাতে
তবু হয়নি তোমার সাথে দেখা শুভ্র স্নিগ্ধ ভোর।

Saturday, 23 November 2013

ননসেন্স রাইম (nonsense rhyme)-৬:শিরোনামহীন

হাত নেই আর এখন হাতে পিছুটান এই মাঝবেলাতে
যাচ্ছি হেরে জীবনটাতে মুখটি করে চুপ
আজ স্বপ্নগুলো চিলেকোঠায় আমার ভাতের সস্তা থালায়
এক গেলাসের পানি গেলায় অন্যরকম সুখ।
শত আশা স্বপ্ন ঘিরে দাড়িয়ে কোন জীবন তীরে
বেরিয়ে আসে বুকটা চিরে অবাক দীর্ঘশ্বাস
জীবনযুদ্ধের ক্ষত বয়ে ইচ্ছেগুলো গেছে রয়ে
মনটা নিতে চায় ফিরিয়ে হারানো নিঃশ্বাস।

ননসেন্স রাইম (nonsense rhyme)-৫:স্বপ্নকথা

তোমাদের ওই ঠাণ্ডা ঘরে
এক কোণাতে স্বপ্ন ঝরে
মনটা আমার গুমরে মরে
এক ছুটে যাই তেপান্তরে।

ওইখানে এক বাঁশের মাচা
তার উপরেই আমার বাসা
কোনদিন কোন স্রোতে ভাসা
রাত জোনাকির ফিরে আসা।

সুখ থাকে মোর পাশের বাড়ি
আর থাকেনা আহাজারি
রাত দুপুরে চাঁদের আড়ি
ইচ্ছে করেই গোত্তা মারি।

ভোরবেলাতে শীতল হাওয়া
শিশিরগুলো একলা পাওয়া
উল্টো স্রোতে নৌকো বাওয়া
ছেলেবেলায় ফিরে যাওয়া।

এইতো মোর স্বপ্ন ঝাঁপি
নেইকো কোন সস্তা ফাঁকি
মন থেকে সব সরিয়ে রাখি
ঠাণ্ডা ঘরে একলা কাঁপি।

ননসেন্স রাইম (nonsense rhyme)-৪:এ কথার মানে কি?

মানে দিয়ে হবে কি তাই মানে বলিনি
মানে খুজে জীবনের সব শেষ /:) /:) /:)
তাই মানে না জেনে শাস্ত্র না বই মেনে
বলেছি তোমায় দেখতে বেশ। B-)) B-)) B-))

সবকিছুর মানে খোজ মানে দিয়ে কি বোঝ
মানে নেই তাই মুখ বন্ধ :| :| :-&
চোখের ভাষার মানে আমার ইয়ে সব জানে
বুঝি এবার হতে হয় অন্ধ। /:) :( :(

আলোর মানে বোঝ আঁধারে আমায় খোজ
বলি আমি আমারতো মানে নেই B-) B-) B-)
বলতে হবে এবার কি মানে এ কথার
বল কিভাবে জবাব দেই। :-& :-& /:)

কাছে গিয়ে ধরি হাত ভাবো তুমি সারারাত
এভাবে হাত ধরার মানে কি :P :P :P
যদি দূরে সরে থাকি হাতে হাত নাই রাখি
এর মানে কর ভালবাসিনি । /:) /:) :-&

গোলাপের কলি নিয়ে যদি থাকি দাড়িয়ে
মানে হয় প্রস্তর যুগের প্রেম ;) :D B-)
চায়নিজ বিল হাতে গোলাপটা থাকে সাথে
মানে ভাবো এভাবেই খেলি গেম। :-& B-) B-)

সামনে পা বাড়ালে জানতে চাও তার মানে
খোলে না যে বন্ধ হওয়া মুখ :| :| :-&
পেছনে ফেলব পা তার মানেও জানিনা
একা দাড়িয়ে রই হয়ে চুপ। :( |-) |-)

বলি আমি শিখিনি একথার মানে কি
সব কথা হতে থাকে অন্য /:) /:) #:-S
তোমার কাছে শিখে সব কথা রাখি লিখে
আমার মানেটাই যে শূন্য। :| /:) |-)

মহাকাব্য : লাব ইসটোরি অপ লুল পম গানা

সরল ভাষায় সহজ কথা পানির মত থুই
সেই পানিরে বরফ কইরা কস্কি মমিন তুই B:-) B:-) B:-)
হইতে চাইছিলাম বন্ধু তোমার এইডাই ছিল ভুল
বহুত ইছমারট এই আমারে ভাবলা তুমি লুল :(( :( X(
মেসেজ দিলাম ওগো দেবী এইডা করলা কি
তুমার মত এত সুন্দুরি গারলফেরেন্ড তো চাইনি :-& :-& :D
ব্লক মাইরা শান্ত হইলা হৃদয় চেরা দাগ
আমার জাদু শেষ হইল লাগ ভেল্কি লাগ :(( :(( :((
চোখটা তখন ভিজে আসে গলায় কিসের দলা
অভিশাপ দেই মাইয়া তুমি চিনলা নাতো পোলা :|| /:) /:)
তখন বুঝলাম সরল নারে হইতে হইবো কঠিন
আমিষ কইলে কাজ হইবো না কইতে হইবো প্রোটিন :-B ;) B-)
পরদিন এক পরী দেইখা কইলাম হেই হোয়াজ্জাপ
রিপ্লাই আইলো বস খেইলা লাভ নাই জিতা নিছি কাপ B:-) B:-) :-&
আমি জিগাই এ কি কথা আর এর মানেটাই বা কি
কইলো ও লুল যার অ্যাকাউন্ট আমি তার bf কইতাসি :-& :( :(
আমি কইলাম হাউ য়ারু এইসব কথা থাক
আবার রিপ্লাই চালায়া যাও বস থাকলো বেস্ট অপ লাক :|| :|| X(
আবার আমার মনের ঘরে আসতে থাকে আন্ধার
আমি আবার প্রস্তুতি নেই দিলটা খুইলা কান্দার :(( :(( :((
তখন দেখি এক মাইয়ারে আন্ধার ঘরের আলু
আমি কইলাম তুমিই দেহি সব্বার চাইতে ভালু :D :D :)
কাহিনিতো শেষ হয়নাই মেঘ না চাইতেই জল
রিংটোন বাজে মোবাইলের ওই মাইয়াডার কল :-B :-B B-)
কইলো জানু ক্যামুন আছো এইডাই প্রথম কথা
জানু ডাকে ক্যাম্নে জানি চক্কর দিলো মাথা B:-) B:-) :-B
মিনিট শেষে কয় জানু লাগবে আমার ফ্লেকছি
টেনশন লইওনা তুমি এসব আমি দেখছি B-)B-);)
ভালোই তো চলতাছিলো হঠাৎ একদিন বাঁশ
আরেকবার কল দিলেই ফালায়া দিমু লাশ B:-) B:-) :||
আমি জিগাই কে ভাই আপ্নে পরিচয়টা দেন
কয় হারামজাদা আমার বৌয়ের লগে করস প্রেম B:-) :-& :(
পৃথিবী আবার ভেঙ্গে আসে ঝাপসা হয় চোখ
সাড়ে তিন মাস সময় লাগে কাটাতে সেই শোক :(( :(( :((
আমার এখন তাই মাইয়াগো লগে কথা কওয়া মানা
অনলাইন হইলে জিগায় সবাই আর ইউ পম গানা??? X( X( X((